ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

ঘূর্ণিঝড় রেমাল: বরিশাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় রেমাল: বরিশাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঘূর্ণিঝড় রেমাল বরিশালের পায়রা সমুদ্রবন্দরের আরও নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। রিমালের প্রভাবে ইতোমধ্যে বরিশালে বৃষ্টি, বাতাসের তীব্রতা বেড়েছে।

পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার এই পরিস্থিতিতে বরিশাল বিমানবন্দর থেকে সকল ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম।

তিনি বলেন, আজকে সকালে বরিশাল থেকে একটি ফ্লাইট ছিল। আবহাওয়া অনুকূল থাকায় সেটি বাতিল করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে সব বিমান ওঠানামাও স্থগিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন