ঝালকাঠিতে জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আহত ২


ঝলকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনার তদন্তের জন্য পুলিশ বাড়িতে গেলে ক্ষিপ্ত হয়ে একপক্ষ কুপিয়ে হত্যা করেছে মো. মাহফুজুর রহমান (২১) নামে এক যুবককে।
এ ঘটনায় মাহফুজের বাবা আমির হোসেন (৫২) ও মা মুক্তা বেগমকে (৪০) কুপিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহফুজ একজন অটোচালক।
পুলিশ জানায়, আমির আলী হাওলাদারের সঙ্গে তাঁর চাচাতো ভাই গাছ ব্যবসায়ী মো. কবির হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ ছাড়াও নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে বিরোধীয় জমির কয়েকটি গাছ উপড়ে পড়ে। দুই পক্ষের মধ্যে গাছ কাটা নিয়ে বৃহস্পতিবার মারামারি হয়।
এ ঘটনায় আমির আলী ঝালকাঠি থানায় শুক্রবার অভিযোগ দেন। ঘটনা তদন্তের জন্য ঝালকাঠি থানার এএসআই অনিমেষ শনিবার সকালে কবির হাওলাদারের বাড়িতে গিয়ে তদন্ত করে আসেন।
এতে ক্ষিপ্ত হয় কবির ও তাঁর পরিবারের লোকজন। বাড়িতে পুলিশ আসায় ক্ষিপ্ত হয়ে সে আমির আলীর বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে স্ত্রী মুক্তা ও ছেলে মাহফুজ আসলে তাদেরকেও কোপানো হয়।
এতে তিনজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে মাহফুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর অবস্থায় তাঁর বাবা মাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঝালকাঠি সদর হাসপালের জরুরী বিভাগের চিকিৎসক শাহিন মাহমুদ বলেন, মাহফুজ নামে এক যুবককে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। তাঁর বাবা মায়ের অবস্থঠর বেশি ভালো নয়, তাদেরকে বরিশাল পাঠানো হয়েছে।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, জমি নিয়ে পুরনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর
