ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩  

বরিশালে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর কাউনিয়া ও ইছাকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

রোববার রাতে বিয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। 

আটকৃতরা হলো, নগরীর কাউনিয়া পার্সপোট গলির সুমন খন্দকার (২৩), কাউনিয়া ব্রাঞ্চ রোডের ওমর ফারুক মাঝি (৩০) এবং একই এলাকার শাহআলম কমিশনার গলির ইমরান হোসেন রুজবেল্ট (৩৪)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় নগরীর কাউনিয়া আরজুমনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হানিফের ভাঙ্গারির দোকানের সামনে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সুমন খন্দকারের কাছ থেকে ৫০০ গ্রাম এবং একই এলাকার ব্রাঞ্চ রোড বাদশার মায়ের চায়ের দোকানের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ফারক মাঝিকে আটক করা হয়। 

এদিকে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি লাদেন সড়কে অভিযান পরিচালনা করেন। 

এসময় ইমরান হোসেন রুজবেল্টকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট ও কাউনিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। 

এই মামলায় রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেলের উপ পরিদর্শক তানজিল আহমেদ। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন