বরিশালে আইপিডিসি ফাইন্যান্সের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আইপিডিসি ফাইনান্স বরিশাল শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
বুধবার (০৫ জুন) দুপুর ১২ টায় বরিশাল আবদুর রব সেরনিয়াবাত কলেজে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বরিশাল আবদুর রব সেরনিয়াবাত কলেজের অধ্যক্ষ নুসরাত রশিদ, প্রভাষক শহিদুল ইসলাম সহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আইপিডিসি ফাইন্যান্সের ভারপ্রাপ্ত শাখা ব্যাবস্থাপক এম.সি রাহাত নেওয়াজ সহ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আইপিডিসি ফাইন্যান্স তাদের সামাজিক অংশগ্রহণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
এইচকেআর