ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

৮ থেকে ১৪ জুন ভূমি সেবাসপ্তাহ

৮ থেকে ১৪ জুন ভূমি সেবাসপ্তাহ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিভাগীয় কমিশনার শওকত আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ নাগরিকদের ভূমির অধিকার প্রতিষ্ঠায় বরাবরই ছিলেন সোচ্চার। 


স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস কনফারেন্স এসব কথা বলেন তিনি। 

বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তিনি ভূমি সংস্কারের ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে এবং ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজ করে জনগণের দোরগোড়ায় সেবা প্রদান করছেন।


বিভাগীয় কমিশনার বরিশাল শওকত আলী সভাপতিত্বে প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সোহরাব হোসেন, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। 

ভূমি সেবাসপ্তাহ চলবে আগামী ৮ থেকে ১৪জুন পর্যন্ত। সারা দেশের মতো বরিশাল জেলাসহ বিভাগের ৬টি জেলায় ৪২টি উপজেলা এবং ২৫২টি ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবাসপ্তাহ উদযাপন করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন