২২ থেকে ২৭ জুন অর্থনৈতিক শুমারি কার্যক্রম চলবে

৪র্থ অর্থনৈতিক শুমারি বাস্তবায়ন, ম্যাপিং ও লিস্টিং অপারেশন উপলক্ষে বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই। এসময় অর্থনৈতিক শুমারি, ম্যাপিং ও লিস্টিং বাস্তবায়ন বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উপরিচালক আতিকুর রহমান। বক্তব্য রাখেন, বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্ম পরিচালক শহীদুল ইসলাম।
ডিজিটাল পদ্ধতিতে চতুর্থ অর্থনৈতিক শুমারি আগামী ২২ থেকে ২৭ জুন গণনা কার্যক্রম চলবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়। গত মে মাসে শেষ হয়েছে ম্যাপিং কার্যক্রম। ঘরে ঘরে গিয়ে তালিকাকারীরা তথ্য সংগ্রহ করবেন বলে সভায় জানানো হয়।
বরিশাল জেলায় ৩৮টি শুমারি জোনে (সদর- ৩টি, সিটি-৭, বাবুগঞ্জ-২টি, বানারীপাড়া- ৩টি, গৌরনদী- ৩টি, আগৈলঝাড়া-২টি, উজিরপুর- ৩টি, মুলাদী- ৩টি, হিজলা- ২টি, মেহেন্দিগঞ্জ- ৫টি এবং বাকেরগঞ্জ- ৫টি) শুমারি কার্যক্রম চলবে।
প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন জোনাল অফিসার। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারগণ ইতোমধ্যে বরিশাল জেলায় এক হাজার ৩৭৮ (এর মধ্যে ১১৪১ জন তালিকাকারী) তথ্যসংগ্রহকারী নিয়োগ কার্যক্রম সম্পাদন করেছেন বলে জানিয়েছেন ৪র্থ অর্থনৈতিক শুমারির বরিশাল জেলা সদস্য-সচিব। তিনি আরও জানান, গত ১৭ মে থেকে ১ জুন সারাদেশের ন্যায় বরিশাল জেলায় অর্থনৈতিক শুমারির ম্যাপিং অপারেশন সফলভাবে সমাপ্ত হয়েছে।
আগামী ২২ জুন হতে ২৭ জুন ২০২৪ জেলার সকল খানা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের তালিকাকরণ কার্যক্রম (লিস্টিং অপারেশন) পরিচালিত হবে।
এইচকেআর