রাজাপুরে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় আহত ২৫


ঝালকাঠির রাজাপুরে দুই উপজেলা চেয়রম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন কর্মী সমর্থক আহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। এতে দেড় শতাধিক আসামি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থগিত হওয়া আগামী ৯ জুন নির্বাচনকে কেন্দ্র করে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজু ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুর কর্মী সমর্থকরা বুধবার রাতে পুটিয়াখালী বাজারে প্রচার প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে দুই দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনকে পাঠানো হয়েছে। অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর উভয় পক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পরে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানায় দোয়াত কলম প্রতীকের সমর্থক গালুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখসহ প্রতিপক্ষের ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে মোটরসাইকেল প্রতীকের সমর্থক জহির মোল্লা বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ প্রতিপক্ষ একশ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষ দুটি পাল্টাপাল্টি মামলা করেছে।
এইচকেআর
