ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় পঞ্চম পর্যায় ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর 

 আগৈলঝাড়ায় পঞ্চম পর্যায় ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম পর্যায়ের আশ্রয়নের ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন ২৮টি পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হাস্তান্তর করেন। 

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে ঘর ও জমির দলিল হস্তান্তর সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদ্বীপ ঘড়াই, উপজেলা সহকারী কমিশনার ভুমি উম্মে ইমামা বানিন, সহকারী কমিশনার ভুমি শহীদুল্লাহ, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তসহ প্রমুখ। 

পরে উপজেলার বাকাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে নির্মিত ২৮টি ঘর ও জমির দলিল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হয়। আগৈলঝাড়া উপজেলায় পঞ্চম ধাপে ২৮টিসহ ২শত ৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন