ক্রীড়া সংগঠক আলমগীর খান আলো’র ইন্তেকাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আলমগীর খান আলো ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বুধবার বেলা ১১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকেলে তাঁর মৃতদেহ নিজ জন্মস্থান বরিশাল নগরে নিয়ে আসা হয়। খবর পেয়ে আত্মীয়-স্বজন, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ বিদায় জানাতে ছুটে যান নগরীর বটতলা এলাকাধীন পলিটেকনিক রোডের বাসভবনে।
এর আগে বিকেল ৩টায় ঢাকা বনানীতে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া আজ রাত সাড়ে ৯টায় বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
সদ্যা হাস্যোজ্জ্বল, সদালাপি এবং সর্বজন শ্রদ্ধেয় আলমগীর খান আলো দীর্ঘ বছর বিসিবি’র বরিশাল বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বরিশাল ক্রীড়াঙ্গণের ব্যাপক উন্নয়ন হয়েছে তার হাত ধরে। তিনি ছিলেন- বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। এছাড়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন আলমগীর খান আলো।
তাঁর মৃত্যুতে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এইচকেআর