রাজনৈতিক অধিকার নিশ্চিতের দাবি আ’লীগ ও বিএনপি নারীদের


নারীদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে মূল দলের কমিটিতে শতকরা ৩৩ ভাগ নারীর অন্তর্ভুক্তি চেয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নারী নেত্রীরা।
বেসরকারি একটি সংস্থার উদ্যোগে বরগুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।বিএনপি থেকে রঞ্জু-আরা-শিপু ও আওয়ামী লীগ থেকে কাশপিয়া দেবনাথ লিখিত বক্তব্যে তাদের দাবি তুলে ধরেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের আওতায় এবং ইউএসএআইডি’র অর্থায়নে
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করে। এর অন্যতম উদ্দেশ্য রাজনৈতিক কমিটির মূলদলে ৩৩% নারী অন্তর্ভূক্তি বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসি করা।
জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা চম্পা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জু-আরা-শিপু, এমএএফ সভাপতি চিত্ত রঞ্জন শীল ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এমএন
