ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ,বরিশালে নানা আয়োজন

আওয়ামী লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী আজ,বরিশালে নানা আয়োজন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সারাদেশের ন্যায় বরিশালেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে  আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সিটি করপোরেশনের উদ্যোকে পৃথকভাবে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠান।

এর মধ্যে রোববার সকলে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচি।

এরপর সদর রোডে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ এবং জনপ্রতিনিধিরা।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া প্লাটিনাম জয়ন্তী উদ্যাপনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বরিশাল সিটি করপোরেশন। এ উপলক্ষে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে তোলার আহ্বান জানান সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

সভা শেষে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে নগরীতে বার্ণাঢ্য শোভাযাত্রা বের করে সিটি করপোরেশন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। শোভাযাত্রায় সিটি মেয়রের সহধর্মিণী লুনা আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়াও বিকেল ৪টায় সদর রোড দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বরিশাল মহানগর আওয়ামী লীগ। যার নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন