ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে ১১৩ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক 

বরিশালে ১১৩ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ৫ মাদক ব্যবসায়ী আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১৩ পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহুত দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুরে আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। 

এর আগে শনিবার (৬ জুলাই) নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হল নগরীর ৬ নম্বর ওয়ার্ড দপ্তরখানা রোড এলাকার মৃত আলমগীর হায়দারের ছেলে ফরিদুল ইসলাম হাওলাদার (৪০), পলাশপুর কাজীর গোরস্থান সড়কের রফিকুল ইসলামের বাসার ভাড়াটিয়া রায়হান হাওলাদার (৩২), কালীবাড়ী রোডের  বাসিন্দা পরিতোষ কর্মকারের ছেলে সুমিত কর্মকার (৩০), বৈদ্যপাড়া এলাকার মৃত ইদ্রিস সরদারের ছেলে  জাহাঙ্গীর সরদার (৫৫)  ও নবগ্রাম রোডের রুইয়া পোল এলাকার এম এ মান্নানের ছেলে সরদার এম সৈয়দ শাহ (৫২) । 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সোয়া ৪ টায় এয়ারপোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম নগরীর দক্ষিণ গনপাড়া আল মদিনা জামে মসজিদের সামনে অভিযান চালান। 

এসময় ফরিদুল ইসলাম হাওলাদার, রায়হান হাওলাদার, সুমিত কর্মকারকে  ৬৩ পিস ইয়াবাসহ আটকসহ মাদক ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত ২ টি ইমাহা এফজেডএস ভি-৩ মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় তাদের সহযোগী নগরীর ভাটিখানা জোড় মসজিদ এলাকার মিথুন বাবু (৩০), ল কলেজ এলাকার বাসিন্দা তপন মোল্লা (৪০) এবং ৩০ নম্বর ওয়ার্ড চহঠা এলাকার  রাসেল হাওলাদার (৩৯) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। 

অপরদিকে একই দিন রাত ১ টায় বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুরের বারৈজ্জের হাট সড়কে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ  জাহাঙ্গীর সরদার ও সরদার এম সৈয়দ শাহকে আটক করে এয়ারপোর্ট থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম। 

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেলের উপ পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন