ঢাকা সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

Motobad news

চরফ্যাশনে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু 

চরফ্যাশনে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাশনে অটোরিকশা থেকে ছিটকে পড়ে সাদিয়া (৫) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের তুলা গাছিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশু সাদিয়া উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল ভাসানী আবাসনে বাসিন্দা ও নূর নবীর মেয়ে।

নিহত শিশুর বাবা নূরনবী জানান, ফুফুর বাড়ি থেকে আসার পথে হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায় সাদিয়া। 

সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, এবিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন