শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহষ্পতিবার (১৮ জুলাই) বেলা ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলচত্বরে সদর রোডে বিক্ষোভের সময় সড়ক অবরোধ করে রাখে তারা।
সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন। বামজোটের নেতৃবৃন্দ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন। তারা বলেন, সরকার সারাদেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে আন্দোলনকে দমাতে চাচ্ছে। স্বায়ত্তশাসনের ধারণাকে দুমড়ে-মুচড়ে সকল বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিচ্ছে।
ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করতে চাচ্ছে। সারাদেশে আন্দোলনকারীদের ওপর র্যাব-পুলিশ-বিজিবি-ছাত্রলীগ দিয়ে হামলা চালাচ্ছে। গতকাল নথুল্লাবাদে ৮ ঘন্টা ধরে লাগাতার হামলায় শ্রমিক ফ্রন্ট ২২ নম্বর ওয়ার্ড শাখার প্রচার সম্পাদক লিটনসহ অর্ধ শতাধিক ছাত্র-পথচারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করে শুধু আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন। অথচ হাইকোর্ট কোটা সংস্কারের বিষয়টি সরকারের এখতিয়ার বলে ঘোষণা করেছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোটা সংস্কারের বিষয়ে কোনো ঘোষণা আসছে না।
সরকারকে অবিলম্বে দমন-পীড়ন-নির্যাতন ও হামলা-মামলার পথ পরিহার করে হামলাকারীদের গ্রেপ্তার এবং কোটার যৌক্তিক সংস্কারের দাবি মেনে নেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। অন্যথায় যে ভয়াবহ পরিণতি হবে তার দায় সরকারকে বহন করতে হবে।
এইচকেআর