ঢাকা সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

Motobad news

লালমোহনে আওয়ামী লীগের শোক র‌্যালি

লালমোহনে আওয়ামী লীগের শোক র‌্যালি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশব্যাপী জামাত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও তান্ডবলীলায় ছাত্র-ছাত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে ভোলার লালমোহনে আওয়ামী লীগের শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে বাজারের চৌরাস্তায় এসে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েতসহ উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন