তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন


ঐতিহ্যবাহী তজুমদ্দিন প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে একজনকে আহ্বায়ক ও ৬জনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি হেলাল উদ্দিন সুমনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় মূল প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক এম, নুরুন্নবী।
প্রথম অধিবেশন শেষে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে ২০২৩-২৪ অর্থ বছরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি হেলাল উদ্দিন সুমন। পরে দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের সদস্য আলহাজ ওমর আসাদ রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৭ সদস্যের নাম ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক ফখরে আজম পলাশ, যুগ্ম-আহবায়ক এম এ হালিম, সাইদুল হক মুরাদ, হেলাল উদ্দিন লিটন (নয়া দিগন্ত), ফারুক, আকতার হাওলাদার ও আরিফ হোসেন।
আহবায়ক কমিটি প্রেসক্লাবের অনুমোদিত গঠনতন্ত্র আনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন।
এইচকেআর
