মনপুরায় যুবলীগ নেতার হাত ভেঙ্গে দিল দুর্বৃত্তরা


ভোলার মনপুরায় উপজেলা যুবলীগের এক নেতাকে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।
আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে প্রথমে মনপুরা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার তাকে ঢাকায় প্রেরণ করেছেন।
শনিবার দুপুর ২টায় উপজেলার হাজিরহাট এতিমখানার দক্ষিণ পাশে নোমান ফরাজীর বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে।
গুরুত্বর আহত যুবলীগ নেতা হলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ফরাজী। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চরযতিন গ্রামের বাসিন্দা মৃত আসলাম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত যুবলীগ নেতার স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ২ টার দিকে উপজেলার স্বপ্নছূড়া নামকস্থানে ফরিদের দোকানে চা খাচ্ছিল জাবেদ ফরাজী। এই সময় একদল দুর্বৃত্ত স্লোগান দিয়ে হামলা করে।
পরে সেখান থেকে দৌড়ে এতিমখানার দক্ষিণপাশে নোমান ফরাজীর বাড়ির সামনে গেলে সেখানে গিয়ে তাকে মারধর করে হাত ভেঙ্গে দেয়। এসময় ডাক-চিৎকার দিলে স্থানীয়রা আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে মনপুরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এ ব্যাপারে আহত যুবলীগ নেতা জাবেদ ফরাজী জানান, হামলায় নেতৃত্বকারী সবাইকে আমি চিনি। তারা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তবে কারও নাম বলতে রাজি হননি তিনি।
মনপুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান অনিক বলেন, জাবেদ ফরাজী নামে একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাত দুইটি ভেঙ্গে গেছে।
শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এইচকেআর
