ভোলায় চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যু


ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় আয়েশা নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ আগস্ট) সকালে জন্ডিসে আক্রান্ত ওই শিশুর মৃত্যু হয়।
শিশু আয়শা সদর উপজেলার গুলি গ্রামের শাহাদাত হোসেন ও নুরজাহান বেগম দম্পতির তৃতীয় সন্তান।
মৃত শিশুর বাবা শাহাদাত হোসেন জানান, বাড়িতে তার ১৪ দিনের শিশুকন্যা আয়েশা অসুস্থ হয়ে পড়লে তাকে শনিবার (২৪ আগস্ট) ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। জন্ডিস আক্রান্ত হওয়ায় ওই শিশুকে স্ক্যানুতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী শিশুকে ইনজেকশন ও থেরাপিও দেয়া হয়।
তবে রোববার বিকেলে শিশুর শারীরিক অবস্থান উন্নতি হয়েছে উল্লেখ করে নার্সরা সোমবার (২৮ আগস্ট) তাকে ছাড়পত্র দেয়ার কথাও বলছিলেন। কিন্তু সোমবার সকাল সাড়ে ৮টায় শিশুর মৃত্যু হয়।
শিশুর মা নুরজাহান বেগম জানান, রোববার বিকেল থেকেই শিশুটির খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। বিষয়টি ডিউটিতে থাকা নার্সদের জানালে, তারা তেমন গুরুত্ব দেননি। সোমবার সকালে ইনজেকশন তার রক্তক্ষরণ হয়।
তাদের দাবি, হাসাপাতালে শিশুর যথাযথ চিকিৎসা হয়নি। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের সিঁড়িতে বসে আহাজারি করছেন শিশুর মা। কোনো সান্তনাই মানছে না মায়ের মন। ওই মৃত সন্তানকে নিয়ে চলছে তার বিলাপ।
তবে অবহেলার কথা অস্বীকার করে সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. সালাহ উদ্দিন জানান, রোগীকে সঠিক চিকিৎসা দেয়া হয়েছে। জন্ডিস থেকে ইনফেকশন হয়েছিল, সেটা থেকে কাটিয়ে উঠতে পারেনি শিশুটি।
এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর
