ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

Motobad news

লক্ষ্মীপুরে বন্যাদূর্গতদের জন্য ৫০০ প্য্যাকেট খাদ্য সামগ্রী দিলেন বরিশাল জেলা লঞ্চ মালিক সমিতি

লক্ষ্মীপুরে বন্যাদূর্গতদের জন্য ৫০০ প্য্যাকেট খাদ্য সামগ্রী দিলেন বরিশাল জেলা লঞ্চ মালিক সমিতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে বন্যাদূর্গতদের জন্য ৫০০ প্য্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে বৃহুত্তর বরিশাল জেলা লঞ্চ মালিক সমিতি। গতকাল বুধবার এই ত্রান সামগ্রী হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বৃহুত্তর বরিশাল জেলা লঞ্চ মালিক সমিতির সভাপতি  আলহাজ এ্যাড. আজিজুল হক আক্কাস। 

তিনি বলেন, লক্ষ্মীপুর জেলায় চলমান বন্যাদূর্গতদের মাঝে বিতরণের জন্য ৫০০ প্য্যাকেট ত্রান সামগ্রী লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে একটি প্যাকেজে (চাল ৬ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবন  ১ কেজি, মাম পানি ২ লিটার, খাবার স্যালাইন ৩টি,  মোমবাতি ২টি ও ২টি দিয়াসলাই) রয়েছে বলে জানান তিনি। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন