ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ মিশন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের খুলনায় গুলি করে যুবদল নেতাকে হত্যা শুধু কেন্দ্র নয় পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছে ইসি
  • সারাদেশে হওয়া অনেক মামলাই গ্রহণযোগ্য নয়: উপদেষ্টা নাহিদ 

    সারাদেশে হওয়া অনেক মামলাই গ্রহণযোগ্য নয়: উপদেষ্টা নাহিদ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে যে মামলাগুলো হয়েছে তারমধ্যে অনেক মামলাই আসলে আবার গ্রহণযোগ্য নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।

    শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

    ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। যাতে এসব কার্যক্রম দ্রুত হয়।  

    তিনি বলেন, সংস্কার কমিশন হয়েছে। এ কমিটিগুলোর গতকাল (বৃহস্পতিবার) বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকে এ কার্যক্রম শুরু হবে। পাশাপাশি শিক্ষা, গণমাধ্যমসহ আরও কিছু সংস্থা সংস্কারের পরিকল্পনা রয়েছে। যে কমিশনগুলো অংশীজন ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবে। সব রাজনৈতিক ও সামাজিক পক্ষ মিলে সংস্কার কার্যক্রম শুরু হবে।

    বন্যার্তদের নিয়ে নাহিদ বলেন, এ দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে দেশের মানুষ। ছাত্ররাসহ সবাই মিলে বন্যার জন্য একত্রে কাজ করেছে। প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কাজ করেছে সেটি অভূতপূর্ব। এধারা অব্যাহত থাকবে।

    ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা পুনর্বাসন কার্যক্রমের দিকে যাচ্ছি। পানি কমছে, মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি যেতে শুরু করেছে। লক্ষ্মীপুরের পানি দেরিতে কমছে। কারণ, এখানে খালে বাঁধ ও খাল দখল হয়ে গেছে। সে খাল যদি খনন করা যায়, তাহলে দীর্ঘমেয়াদি সুরাহা হবে। সে বিষয়ে আমরা দেখব। এখানে গৃহনির্মাণের জন্য ইতোমধ্যে বাজেট পাঠানো হয়েছে। বাজেট অনুযায়ী গৃহনির্মাণ এবং জনস্বাস্থ্যের দিকটি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছি। পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে এ জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য সরকার সার্বিকভাবে কাজ করবে।

    মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সার্বিক যেসব খাতে ক্ষতি হয়েছে, সে বিষয়টি পূরণ করে আবার আগের জায়গায় সে গতিতে ফিরিয়ে আনা যায়। সেটি আমাদের লক্ষ্য।

    তিনি বলেন, এখানে যারা প্রশাসনে আছেন- পুলিশ, জেলা প্রশাসন, সেনাবাহিনী, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সঙ্গে সমন্বিতভাবে খুব সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম এগিয়ে নিয়ে গেছেন। পুনর্বাসন কার্যক্রম এভাবে সমন্বিতভাবে চালু থাকবে, এটাই প্রত্যাশা।

    উপদেষ্টা নাহিদ ইসলাম বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে মান্দারী ইউনিয়নের যাদৈয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা আশ্রয় কেন্দ্রের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার প্রমুখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ