ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বরিশাল বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।


শুক্রবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের আয়োজনে পৃথক স্থানে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

এর মধ্যে শুক্রবার (১১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে কিছু সময়ের জন্য প্রতীকী সড়ক অবরোধ করেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থী ইফতেখার সায়িম  বলেন, “প্রকাশ্যে যে নৃশংসভাবে একজন মানুষকে শত শত মানুষের সামনে হত্যা করা হলো, তার বিচার আমরা দ্রুত চাই। সমাজে এমন বর্বরতার কোনো স্থান নেই।”

অপরদিকে রাত সাড়ে ৯টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা একই ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। বিএম কলেজের মসজিদ গেট থেকে বের হওয়া মিছিলটি বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে জড়ো হয়ে শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে নথুল্লাবাদ থেকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বর পর্যন্ত লংমার্চ করে শিক্ষার্থীরা। এতে বিএম কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থী কাজী জায়েদ জানিয়েছেন, পুরান ঢাকায় নৃশংসভাবে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথরছুঁড়ে যে হত্যাকাণ্ড ঘটেছে তা অত্যান্ত ন্যাক্কারজনক। এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দিলে আগামীতে এরা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই এদের বিচার দ্রুত করতে হবে। এজন্য প্রয়োজনে দেশব্যাপী আরও জোরালো আন্দোলনের ডাক দেয়া হবে।

উল্লেখ্য, পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ৩ নম্বর ফটকে চাঁদার দাবিতে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে যুবদল নেতাসহ কয়েকজন। এই ঘটনায় দুই যুবদল নেতাকে বহিস্কারও করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষের উপস্থিতিতে লাল চাঁদ ওরফে সোহাগকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়। এমনকি তার গায়ে বিশাল এক পাথর ছুঁড়ে মারা হয়। বিষয়টি দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে।
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন