বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার কাউন্সেলিং ও মোটিভেশন বিষয়ক সেমিনার


বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “Career Counselling and Motivation” শীর্ষক এক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুলাই ) জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের পরিচালক সুজন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসের যুগ্ম-পরিচালক মো. মাহমুদুর রহমান। তিনি শিক্ষার্থীদের চাকরির বাজার, ব্যাংকিং খাতের সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এইচকেআর
