৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের


তিন দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করেছেন ববি শিক্ষার্থীরা।
সোমবার (২৫ আগস্ট ) দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ববির মূল গেট সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এ সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে যানজট দেখা দেয়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রায় দুই ঘন্টা পর মহাসড়ক ছাড়েন শিক্ষার্থীরা। এতে যানচলাচল স্বাভাবিক হয়।
অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করার বিষয় নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারা জানান, দাবি না মেনে নিলে আগামীকাল আবার মহাসড়ক অবরোধ করবেন।
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘বাজেট নিয়ে তালবাহানা চলবে না’, ‘৫৩ একরে হবে না আর, ২০০ একর চাই এবার’, ‘মুলা ঝুলানো বন্ধ কর, জমি অধিগ্রহণ দ্রুত কর’, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মোদের অধিকার’,’ভিসি এলো ভিসি গেলো, উন্নয়নের কি হলো’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে শিক্ষার্থীদের সাথে কথা বলে, দাবি শুনে শিক্ষা উপদেষ্টাকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে অবকাঠামো উন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তিন দফা দাবি পেশ করেন।
এইচকেআর
