ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক  সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ভোলায় নদীভাঙন রোধে পদক্ষেপের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও
  • ৪৪তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চমক, সুপারিশপ্রাপ্ত ১৮ জন

    ৪৪তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চমক, সুপারিশপ্রাপ্ত ১৮ জন
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় চমকপ্রদ সাফল্য দেখিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। 

    ২০১১ সালে প্রতিষ্ঠিত অপেক্ষাকৃত নবীন এ বিশ্ববিদ্যালয়টি এবার বিসিএসে ১৮ জন সুপারিশপ্রাপ্তের তালিকায় উঠে এসেছে, যা বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

    প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুপারিশপ্রাপ্তির সংখ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে ৫ম অবস্থানে। আর দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮ম। 

    বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে যাঁরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাঁদের মধ্যে গণিত বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, ইভান ইসলাম শান্ত, আল-আমিন, মেহদি হাসান আকাশ, সাঈদ উদ্দিন খান ও মালিহা বুশরা শিক্ষা ক্যাডারে জায়গা করে নিয়েছেন। অর্থনীতি বিভাগের ইব্রাহিম হোসেন শিক্ষা ক্যাডারে এবং জান্নাতুল মাওয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

    রসায়ন বিভাগ থেকে অরিন্দম দুর্জয় ও অরিন্দম কর্মকার এবং মার্কেটিং বিভাগ থেকে মো. সোহান ও গোলাম রব্বানী শাওনও শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়েছেন।

    তালিকায় আরও আছেন ইংরেজি বিভাগের সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নোমান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মশিউর রহমান এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. সৈকত – সকলেই শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।

    এছাড়াও পদার্থবিজ্ঞান বিভাগের মো. আসাদুজ্জামান কারিগরি শিক্ষা ক্যাডারের (ইন্সট্রাকটর পদার্থ) জন্য এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফ নিয়াজ ফ্যামিলি প্লানিং ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

    উল্লেখ্য, এর আগেও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাপে ধাপে সাফল্য অর্জন করে আসছেন।  ৩৮তম বিসিএসে বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হন। এরপর ৪০তম বিসিএসে ৪ জন, ৪১তম-এ ৯ জন এবং ৪৩তম বিসিএসে ১৪ জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হন। ৩৯তম ও ৪২তম বিসিএস বিশেষ ক্যাডার হওয়ায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করতে পারেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ