ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক  সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ভোলায় নদীভাঙন রোধে পদক্ষেপের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ ৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা
  • ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

    ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করেছেন ববি শিক্ষার্থীরা।

    সোমবার (২৫ আগস্ট ) দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ববির মূল গেট সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 

    এ সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে যানজট দেখা দেয়। এতে করে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রায় দুই ঘন্টা পর মহাসড়ক ছাড়েন শিক্ষার্থীরা। এতে যানচলাচল স্বাভাবিক হয়। 

    অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত করার বিষয় নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে  জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

    তারা জানান, দাবি না মেনে নিলে আগামীকাল আবার মহাসড়ক অবরোধ করবেন।

    মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘বাজেট নিয়ে তালবাহানা চলবে না’, ‘৫৩ একরে হবে না আর, ২০০ একর চাই এবার’, ‘মুলা ঝুলানো বন্ধ কর, জমি অধিগ্রহণ দ্রুত কর’, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মোদের অধিকার’,’ভিসি এলো ভিসি গেলো, উন্নয়নের কি হলো’ ইত্যাদি স্লোগান দেন।

    এর আগে শিক্ষার্থীদের সাথে কথা বলে, দাবি শুনে শিক্ষা উপদেষ্টাকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম।

    বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।

    উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে অবকাঠামো উন্নয়নের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে তিন দফা দাবি পেশ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ