ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

২৪ টাকায় আটা দেবে সরকার, মিলবে যেসব জায়গায়

২৪ টাকায় আটা দেবে সরকার, মিলবে যেসব জায়গায়
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভর্তুকি মূল্যে আটা বিক্রি।


মঙ্গলবার (২৫ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি কর্মদিবসে প্রতিটি উপজেলায় ১ মেট্রিক টন করে আটা বিক্রি করা হবে। সাধারণ মানুষ ২৪ টাকা কেজি দরে এই খোলা আটা কিনতে পারবেন নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে।


এর আগে, দেশের সিটি কর্পোরেশন, শ্রমঘণ এলাকা ও জেলা সদরের পৌরসভাগুলোতে ওএমএস কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রয় কর্মসূচি চলছিল। এবার সে তালিকায় যুক্ত হচ্ছে উপজেলাও।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যস্ফীতি মোকাবেলায় এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্যপ্রাপ্তি সহজ হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন