ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে সেই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয় উল্লেখ করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। 

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের নির্বাচন পদ্ধতির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়। আর পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রতিটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে। তখন আর ফ্যাসিস্ট তৈরি হবে না। প্রতিটি দলের প্রতিনিধি সংসদে থাকবেন। এর মাধ্যমে আমাদের দেশটি সুন্দর একটি দেশ হবে। এখানে কোনো খুনি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তৈরি হবে না। এটাই হবে বাস্তবতা। 


পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। তারা এই পদ্ধতির বাহিরে যায়নি। তার মানে আমাদের বুঝতে হবে এটি সকলের জন্য কল্যাণকর। তাই আমাদের দাবি আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করীম বলেন, আপনি সরকারে আসার পর আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনটি- সংস্কার, দৃশ্যমান বিচার ও জাতীয় নির্বাচন। কিন্তু আমরা দেখেছি আপনি এটি দৃশ্যমান না হওয়ার আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলবো আপনার ওপর কোথা থেকে অজানা অচেনা জিন সাওয়ার হয়েছে। এই জিন সাওয়ারের মাধ্যমে আমাদের বাংলাদেশের আর কোনো মায়ের কোল খালি হতে বাংলার জমিনে দেব না।

ইসলামী যুব আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি এস এম আহসান হাবিব।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন