ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

Motobad news

বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার 

বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিভাগীয় কমিশনার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত আলী নগরীর বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। শনিবার বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী বাজার সড়ক থেকে পরিদর্শন শুরু করেন।

পরে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের রোকেয়া আজিম আরসিসি ড্রেন, ২৭ নম্বর ওয়ার্ডে প্রকল্পের রাস্তার কাজ পরিদর্শন করেন। 

এছাড়াও নথুল্লাবাদ খাল পরিস্কারের কাজ পরিদর্শনকালে খালের দুই পার্শে অবৈধ দখলকৃত স্থাপনা আগামী ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ প্রদান করেন। 

অন্যথায় বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের মাধ্যমে তা ভেঙেফেলার আদেশ প্রদান করেন। এসময় সংশ্লিস্ট কজের ঠিকাদার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন