চরফ্যাশনে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
ভোলার চরফ্যাশনে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আহাম্মদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
শনিবার বিকেলে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
এসময়, আহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খোকন মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লা, সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন হাজী, সাংগঠনিক সম্পাদক বাবলু মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন মেম্বার, যুবদলের সভাপতি নিরব শিকদার, যুবদল সাধারণ সম্পাদক কামাল মুন্সি, স্বেচ্ছাসেবকদলের সভাপতি রিপন ডাক্তার, সাধারণ সম্পাদক নীরব মিয়াজি , শ্রমিকদলের সভাপতি হান্নান বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির, মৎস্যজিবী দলের সভাপতি সবুজ মাল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও ছাত্রদলের সভাপতি হাসান বাবু, সাধারণ সম্পাদক বিপ্লব এবং ওলামাদলের যুগ্মসম্পাদক হাফেজ নাছির উদ্দীন মৃধা প্রমুখ।
এসময় বক্তরা তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
এইচকেআর