ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

টিয়ারশেলে পিছু হটলেও এখনো মুখোমুখি ঢাকা-সিটি কলেজ শিক্ষার্থীরা

টিয়ারশেলে পিছু হটলেও এখনো মুখোমুখি ঢাকা-সিটি কলেজ শিক্ষার্থীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে টিয়ারশেল ছুড়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে দু’পক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটেছে। তবে তারা সেখান থেকে চলে যাননি।

বুধবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ বুঝে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া করেন। বাধ্য হয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের দিকেও টিয়ারশেল ছুড়তে বাধ্য হয় পুলিশ।


প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া দিচ্ছিলেন। তাদের ইটপাটকেলও ছুড়তে দেখা যায়। পুলিশ ও সেনাসদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।


বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঢাকা কলেজ শিক্ষার্থীরা সিটি কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দেন। ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। বাধ্য হয়ে পুলিশ তাদের দিকে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন।


সুযোগ পেয়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ফের ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। তখন তাদের দিকেও কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। এতে দুপক্ষই পিছু হটে। তবে তারা এখনো মুখোমুখি অবস্থানে। যে কোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন