মার্কিন দূতাবাসে খালেদা জিয়া
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দুপুর ২টা ২০ মিনিটে তিনি তার বাসভবন থেকে রওয়ানা দেন।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন আছেন।
জানা গেছে, খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বায়োমেট্রিক ফিঙ্গার দেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সে কারণে আজ তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছেন। ঢাকা থেকে লন্ডন হয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে।
এইচকেআর