ঢাকা বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

Motobad news
জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ

সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা

সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে গ্রাহকের নামে ঋণ মঞ্জুর করে তা আত্মসাতের ঘটনায় অগ্রণী ব্যাংকের ঝালকাঠির নলছিটি শাখার সাবেক কর্মকর্তা (ঋণ সংক্রান্ত) শরীফ মো. হেমায়েত উদ্দিনের (৬৩) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ মামলায় ব্যাংক দালাল চক্রের সদস্য মো. খলিল হাওলাদারকেও আসামি করা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহক মো. আফজাল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলা দায়ের করেন।

আদালত গোয়েন্দা সংস্থা ডিবিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। বাদী আফজাল হোসেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। 

মামলার বরাতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত বলেন, আসামি শরীফ মো. হেমায়েত উদ্দিন অগ্রণী ব্যাংকের নলছিটি শাখায় কর্মরত থাকাকালীন সময় ব্যাংক দালাল চক্রের সদস্য খলিল হাওলাদারের সহযোগিতায় ও যোগসাজশে গত ২০১৫ সালের ২০ অক্টোবর অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে বাদীর স্বাক্ষর জাল করে সৃজিত কাগজপত্রের মাধ্যমে তার নামে ৩০ হাজার টাকা কৃষি ঋণ মঞ্জুর করে সম্পূর্ণ টাকা আসামি উত্তোলন করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। 

পরবর্তীতে ২০২৩ সালের ৬ ডিসেম্বর ঋণ খেলাপি হিসেবে আফজাল হোসেনকে ব্যাংক থেকে ঋণ আদায়ের তাগাদাপত্র দেয়া হয়। 

এরপর আসামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত প্রকাশ করেন এবং উল্লেখিত ঋণের টাকা দ্রুত পরিশোধ করে দিবেন বলে বাদীকে প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আসামিরা ঋণের টাকা পরিশোধ না করায় বাদী আদালতে মামলা দায়ের করেন।
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন