ঢাকা শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

Motobad news

৫ আগস্ট সমগ্র জাতি হঠাৎ করে দম ফিরে পেয়েছে : তারেক রহমান

৫ আগস্ট সমগ্র জাতি হঠাৎ করে দম ফিরে পেয়েছে : তারেক রহমান
ড্যাবের জাতীয় সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলেছেন, চব্বিশের ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে।


আজ শনিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণ এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমান বলেন, ‘আমি একজন কার্ডিয়াক পেশেন্ট। সুতরাং আমার যখন অ্যাটাক হয়, স্ট্রেন্থিংটা করার পর যখন ক্লিয়ার হয়ে গেল, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি। ঠিক, আমার কাছে মনে হয়েছে, ৫ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে, ৫ তারিখে সমগ্র জাতি, সমগ্র বাংলাদেশের মানুষ শ্বাস নিতে পেরেছে।’

তিনি বলেন, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশ একটি পরিবর্তন প্রত্যাশা করছে। প্রত্যেকটি মানুষ একটি পরিবর্তন চাচ্ছে। একটি ভালো পরিবর্তন চাচ্ছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ কী চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। বাস্তবতা হচ্ছে, সাথে সাথে, মুহূর্তে ভালো হবে না। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি’র কাছে মানুষ তার প্রত্যাশার কথা তুলে ধরেন। অর্থাৎ সহজ হিসেবে বিএনপি’র কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। তারা মনে করেন, বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে। আগামী দিনে যেহেতু বিএনপি’র সবচেয়ে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার, অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে। সেজন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু, চেঞ্জ করার, পরিবর্তন আনার। আমাদের সেই শুরুটা করতে হবে।

তিনি বলেন, একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভায় একটি কথা আসে যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভিতরেই প্র্যাকটিস করে না। তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক-বেঠিক দু’টির মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভেতরে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে ওঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে অবশ্যই আজকের এ দিনটি আমি মনে করি, ড্যাবের এই কাউন্সিল প্রমাণ করবে কথাটি সম্পূর্ণভাবে ঠিক নয়।

তারেক রহমান বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহু দলীয় গণতন্ত্র চালু করেছেন বাকশাল থেকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। দায়িত্ব হচ্ছে আমাদের নেতারা যেই পথ দেখিয়েছেন, সেই লিগেসি (উত্তরাধিকার) কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়ে। স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করে গড়ে তুলতে হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন