ঢাকা রবিবার, ১০ অগাস্ট ২০২৫

Motobad news

জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমীন

জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমীন
আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমীন হাওলাদার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান পদে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব পদে এ বি এম রুহুল আমীন হাওলাদার এবং সিনিয়র কো-চেয়ারম্যান পদে কাজী ফিরোজ রশীদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার দশম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়।

কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান হিসেবে মো. মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে জাতীয় পার্টি গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহির নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, দ‌লের প্রেসি‌ডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ মো. আরিফুর রহমান খান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন