ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

উজিরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্ণার উদ্বোধন 

উজিরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্ণার উদ্বোধন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্ণারের উদ্বোধন করা হয়েছে। 

রোববার দিনভর উপজেলায় ৪টি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মহিলা কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন কর্ণারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাসহ উপস্থিত অতিথিবৃন্দ যোগির কান্দা মহিলা কলেজ ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়,কালবিলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়। 

এসময় প্রধান অতিথি স্কুল-কলেজের সার্বিক খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ