উজিরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্ণার উদ্বোধন


বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হাইজিন কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
রোববার দিনভর উপজেলায় ৪টি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মহিলা কলেজে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন কর্ণারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাসহ উপস্থিত অতিথিবৃন্দ যোগির কান্দা মহিলা কলেজ ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়,কালবিলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়।
এসময় প্রধান অতিথি স্কুল-কলেজের সার্বিক খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
এইচকেআর
