ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত

নুরের ওপর হামলা: বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নুরের ওপর হামলা: বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রাশেদ খান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ১৪ দলের রাজনীতি নিষিদ্ধসহ ৫ বিষয়ে একমত হয়েছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো।

সোমবার (১ সেপ্টেম্বর) পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।


সভা শেষে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিক সম্মেলনে জানান, সভায় পাঁচটি বিষয়ে একমত হয়েছে সবাই। প্রথমত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছে, ঘোষণা দিয়েছে। কিন্ত সেই কমিটি গঠন হয়নি। সে কারণেই আজ সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে— ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।

দ্বিতীয়ত, সেইসঙ্গে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের যারা রক্তাক্ত করেছে, সেসব দোষীদের অবশ্যই  আটক করতে হবে।

তৃতীয়ত, যেসব ফ্যাসিবাদবিরোধী শক্তি একসঙ্গে লড়াই-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করেছে। সেসব ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা প্রয়োজন। সভায় সবাই যে বক্তব্য রেখেছেন, আমরা বুঝতে পেরেছি, আমাদের মধ্যে যে বিভাজন, এক অপরকে ঘায়েল করার যে প্রতিযোগিতায় নেমেছিলাম, আমাদের এই বিভাজনের সুযোগে নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। এটা ছিল ফার্স্ট কেস হিসেবে, দেখা যাক কী হয়। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করা, সেই বিষয় সবাই একমত পোষণ করেছি।

চতুর্থত, আওয়ামী লীগসহ তার দোসর জাতীয়পার্টিসহ ১৪ দলের বিচারের দাবিতে এই সভার সবাই একমত পোষন করেছেন।

পঞ্চম, নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে সংহতি সমাবেশ করা। এ ব্যাপারে সভায় উপস্থিত ২২টি দল সবাই একমত হয়েছি।

রাশেদ খান বলেন, এই ৫টি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। আমি ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই,  আমাদের মধ্যে ঐকমত্যের যে জায়গা তৈরি হয়েছে, যে একতার দরকার, একতার বিকল্প নাই। আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তি যদি এক থাকি, নতুন বাংলাদেশ গঠনে কোন বাঁধা থাকবে না।

রাশেদ জানান, সভায় অংশগ্রহণ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, ইসলামি আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গী ২২টি  রাজনৈতিক দলের নেতারা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন