ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

যথাযোগ্য মর্যাদায় বরিশালে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় বরিশালে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।  এ  উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  

নগরের ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদে তিনদিনব্যাপী সিরাতুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন হয়েছে গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে। দেশের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী প্রধান মেহমান হিসেবে এ মাহফিলে ওয়াজ নসিহত করেন। 

বরিশালের মুরুব্বীয়ানে দ্বীন আলহাজ হযরত মাওলানা মীর্জা শরফ উদ্দিন বেগের সভাপতিত্বে এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

এদিকে শনিবার রাতে এবাদুল্লাহসহ নগরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে নগরীর রূপাতলী মাওলানা ভাসানী সড়কের এটি এম মোস্তফা জামে মসজিদে শনিবার বাদ মাগরিব কুরআনুল কারিমের তাফসীর বিষয়ক প্রশ্নের উত্তর পর্বের ১ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল্লাহ ডায়াবেটিকস হাসপাতালের পরিচালক  প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির। 

অনুষ্ঠান সভাপতিত্ব করেন, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো সুলতান মাহমুদ।  এসময় আরো উপস্থিত ছিলেন,  প্রফেসর মাহমুদ আল কবির,  বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা, কাজী মহিউদ্দিন আহমেদ, খন্দকার আহসান হাবীব, রাঢ়ী জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ায়দুল্লাহ, শাহাবুদ্দিন, সালাম রাঢ়ী, জসিমসহ স্থানীয় মুসল্লীগণ। 

প্রতিযোগীতায় মারকাযুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মো. আনিসুর রহমান হেদায়তুল্লাহ বিজয়ী হয়। এছাড়া একই মাদ্রাসার শিক্ষার্থী মো. রবিউল ইসলাম দ্বিতীয় ও আবু রায়হান তৃতীয় স্থান অধিকার করেন। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।  বাদ এশা আখেরি মোনাজাত পরিচালনা করেন এটি মোস্তফা জামে মসজিদের খতিব হাফেজ মুফতি আবু সাহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মসজিদের মুয়াজ্জিম মাইনুদ্দীন ইসলাম। 

 

 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন