ঢাকা বুধবার, ২২ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চেয়ারম্যান ও তার আত্মীয়র বিরুদ্ধে সরকারি খাস জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব, বিএনপিকে প্রধান উপদেষ্টা দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত বুধবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা, খোলা থাকবে শনিবারও সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত নিষিদ্ধ ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি ভাইসহ ঢাকায় গ্রেফতার শিয়ালবাড়ী অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলীর দাফন আমতলীতে সম্পন্ন বামরাইলে ব্রিজে ভয়াবহ ফাটল, পরিদর্শন করলেন ইউএনও
  • নিষেধাজ্ঞার আগে নদীতে ধরা পড়ল দুটি রাজা ইলিশ

    নিষেধাজ্ঞার আগে নদীতে ধরা পড়ল দুটি রাজা ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে ভোলার মেঘনা নদীতে ধরা পড়েছে দুইটি রাজা ইলিশ। যার একটি আড়াই কেজি ও অপরটি দেড় কেজি ওজনের। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ভোলার শিবপুর মাছঘাটে অনুষ্ঠিত নিলামে মাছ দুটি ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

    দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের জেলে আবুল কাশেম মাঝির জালে বৃহস্পতিবার রাতে ধরা পড়ে রাজা ইলিশ দুটি। তিনি জানান, ৯ জন জেলেকে সঙ্গে নিয়ে মেঘনার সাগর মোহনায় জাল ফেলেন। রাতেই জাল টানার সময় ধরা পড়ে এই দুই বড় ইলিশ।

    পরদিন সকালে মাছ দুটি শিবপুর মাছঘাটে নিয়ে গেলে সেগুলো আলমগীর বেপারীর আড়তে নিলামে তোলা হয়। সেখানে স্থানীয় ক্রেতা মো. বাচ্চু বেপারী সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছ দুটি কিনে নেন।

    আড়তদার আলমগীর বেপারী বলেন, মাছ দুটি ঘাটে আনার পরই উৎসুক জনতার ভিড় লেগে যায়। দীর্ঘদিন পর এত বড় ইলিশ দেখে সবাই বিস্মিত।

    ক্রেতা মো. বাচ্চু বেপারী বলেন, মাছ দুটি ১০ হাজার ৫০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি করতে পারব বলে আশা করছি।

    এদিকে মৌসুমে ইলিশের অপ্রতুলতার মধ্যেও শেষ দিনে এমন সাফল্যে দারুণ খুশি কাশেম মাঝি ও তাঁর সহযোগী জেলেরা। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার আগে এই আয় আমাদের অনেক কাজে আসবে।’

    উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময়ে নদ-নদীতে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ