ঢাকা বুধবার, ২২ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চেয়ারম্যান ও তার আত্মীয়র বিরুদ্ধে সরকারি খাস জমিতে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব, বিএনপিকে প্রধান উপদেষ্টা দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত বুধবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা, খোলা থাকবে শনিবারও সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত নিষিদ্ধ ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি ভাইসহ ঢাকায় গ্রেফতার শিয়ালবাড়ী অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলীর দাফন আমতলীতে সম্পন্ন বামরাইলে ব্রিজে ভয়াবহ ফাটল, পরিদর্শন করলেন ইউএনও
  • ভেসে আসা মরা ডলফিনের দুর্গন্ধে অতিষ্ঠ ঢালচরবাসী

    ভেসে আসা মরা ডলফিনের দুর্গন্ধে অতিষ্ঠ ঢালচরবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরা উপজেলার ঢালচরের খেয়াঘাট এলাকায় ভেসে আসা একটি মৃত ডলফিনের পচা গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। 

    বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে জোয়ারের পানিতে ভেসে আসার পর একদিন পেরিয়ে গেলেও ডলফিনটি অপসারণে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন কিংবা বন বিভাগ। ফলে পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।

    স্থানীয় ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন জানান, শুক্রবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে তিনি ঢালচরের অজিউল্লাহ বেপারীর বাড়ির পাশে খেয়াঘাট এলাকায় রাস্তার ধারে ৪-৫ ফুট লম্বা একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখেন।


    তিনি বলেন, ডলফিনটির শরীরে পচন ধরেছে এবং প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। বৃহস্পতিবার রাতের জোয়ারে এটি ভেসে আসে এবং আটকা পড়ে। সারাদিন পার হলেও কেউ এটি উদ্ধারে আসেনি।

    এদিকে, দুর্গন্ধে নাকাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, পচা গন্ধে স্বাভাবিক চলাফেরা কঠিন হয়ে পড়েছে। দ্রুত ডলফিনটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

    মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল হাসান বলেন, এ বিষয়ে আমি এখনো কোনো খবর পাইনি। তবে এখন বিষয়টি জেনে নিচ্ছি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    পরিবেশবাদীরা বলছেন, সমুদ্র বা নদীতে ভেসে আসা মৃত সামুদ্রিক প্রাণী দ্রুত সরিয়ে না নিলে তা থেকে পানিদূষণ, দুর্গন্ধ এবং রোগজীবাণুর সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ