ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকেই ভোট দিতে হবে: চরমোনাই পীর নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত সোয়া ৪ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন চীনে ‘সামরিক অভ্যুত্থানে’র গুঞ্জন, যা জানা যাচ্ছে নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের প্রশাসন কোনো পক্ষের হয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নুর ভোটে দায়িত্বরত কেউ গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবেন না দুর্নীতির বরপুত্র বরিশাল বিআরটিএ’র শাহ আলম কারাগারে, আদালত চত্বরে সাংবাদিককে লাথি
  • খুলনাকে কাঁদিয়ে এনসিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন রংপুর

    খুলনাকে কাঁদিয়ে এনসিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন রংপুর
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল রংপুর বিভাগ। তাই এবারের আসরে তাদের সামনে চ্যালেঞ্জ ছিল শিরোপা ধরে রাখার। যেখানে পুরোপুরি সফল হয়েছে উত্তরবঙ্গের দলটি। ফাইনালে খুলনাকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

    রোববার (১২ অক্টোবর) সিলেটে শিরোপা নির্ধারণী ম্যাচে রংপুরকে ১৩৬ রানের সহজ লক্ষ্য দিয়েছিল খুলনা বিভাগ। জবাব দিতে নেমে ১৮ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর। এতে আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতে দলটি।

    সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জাহিদ জাভেদ এবং নাসির হোসেনের ওপেনিং জুটিতে ভর করে দারুণ শুরু পেয়েছে রংপুর। ২৪ বলে ২৭ রান করেছেন জাভেদ। ওপেনিং জুটি থেকে আসে ৬১ রান।

    ৩১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলা নাসির থামেন দলের ৮৪ রানের মাথায়। দুই ওপেনারকে হারালেও তেমন বেগ পেতে হয়নি রংপুরকে। অধিনায়ক আকবর আলী এবং নাঈম ইসলামের ব্যাটে চড়ে এগিয়েছে রংপুর। কার্যকরী ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হাসিম এবং নাঈম।

    ১৮ বল হাতে রেখে ৮ উইকেটে জয়লাভ করে রংপুর। ৩২ বলে ৪০ রান করে টিকে ছিলেন নাঈম। ১৫ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন আকবর।  

    খুলনার হয়ে ১টি করে উইকেট নেন শেখ পারভেজ জীবন এবং আফিফ হোসেন।

    এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে খুলনা। দলটির কেউই ফিফটি পাননি। দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। 

    ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া ১৩ বলে ২৪ রান করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৭ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন নাহিদুল ইসলাম। ফলে কোনো রকম ১৩৬ রানের লড়াকু পুঁজি পেয়েছিল খুলনা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ