বরিশালে নতুন শনাক্ত ১০২, মৃত্যু দুই জনের


বিগত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর করোনা পজেটিভ দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২৩ জনে।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই জন হলেন পটুয়াখালীর বাউফলের শামসুল হক (৭০) ও বরিশাল নগরের নিউ সার্কুলার রোড এলাকার মো. দেলোয়ার হোসাইন (৮২)। এর মধ্যে দেলোয়ার হোসাইন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এছাড়া গেলো ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন ঝালকাঠির রাজাপুর সদরের গোরস্থান রোড এলাকার ফুল বানু (১০০), বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দার আফরোজা (৪৮) ও ২৪ নম্বর ওয়ার্ডের আ. ছত্তার (৭০)। যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন ঝালকাঠি জেলায় ২৫ জন। এরপর ভোলায় ১৮, পিরোজপুরে ১৭, পটুয়াখালীতে ১৫, বরিশালে ১৪ ও বরগুনায় ১৩ জন রয়েছেন। এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৫০ জন। এর মধ্যে সর্বোচ্চ বরিশালে পাঁচ হাজার ৫৬১, এরপর পটুয়াখালীতে এক হাজার ৮৯৪ জন, পিরোজপুরে এক হাজার ৩৬৬, ভোলায় এক হাজার ৩০৩ জন, বরগুনায় এক হাজার ১২২ জন এবং ঝালকাঠিতে এক হাজার চার জন।
এই ২৪ ঘণ্টায় মাত্র ২০ জন রোগী বরিশাল বিভাগে করোনা সংক্রমণ থেকে সুস্থতা লাভ করেছেন। যা নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৬৭ জন। অর্থাৎ আক্রান্ত শনাক্তের মধ্যে এক হাজার ৪৮৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কিছু রোগী হাসপাতালে, অন্যরা নিজ বাসায় চিকিৎসাধীন।
বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায়। মোট মৃত্যুবরণ করা ২২৩ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৯৫ জন, এরপর পটুয়াখালীতে ৪৬ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ২২ জন, ঝালকাঠিতে ২০ জন এবং ভোলায় ১৩ জন।
এমবি
