ঢাকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

Motobad news

এবার ১০টি শৈত্যপ্রবাহ হবে, তিনটি তীব্র আকার ধারণ করতে পারে

এবার ১০টি শৈত্যপ্রবাহ হবে, তিনটি তীব্র আকার ধারণ করতে পারে
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এবারের শীত মৌসুমে কাবু হতে পারে দেশবাসী। পূর্বাভাস বলছে, আগামী তিন মাসে শৈত্য প্রবাহ হতে পারে ১০টি। এর মধ্যে তীব্র আকার ধারণ করতে পারে তিনটি শৈত্যপ্রবাহ।

রোববার (২ নভেম্বর) দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।


আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টি হতে পারে। সাগরে সৃষ্টি হতে পারে দুই থেকে চারটি লঘুচাপ, যার মধ্যে দুটি রুপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এখন থেকেই তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

এদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালাকা অথবা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। ঘুন কুয়াশায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। এতে বাড়বে শীতের অনুভূতি।

এবারের শীতের মৌসুমে চার থেকে সাতটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ হতে পারে। এতে তাপমাত্রা নেমে আসতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। তবে উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। তখন ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে থার্মোমিটারের পারদ।

অন্যদিকে নভেম্বর মাসের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হতে পারে। লঘুচাপ সৃষ্টি হতে পারে তিনটি, যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এখন থেকেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। দিনে উজ্জ্বল সূর্যকিরণ মিলবে ৫ দশমিক ৫ ঘণ্টা থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন