ঢাকা শনিবার, ২২ নভেম্বর ২০২৫

Motobad news

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেফতার 

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেফতার 
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গ্রেফতার করা হয়েছে। ছবি: রয়টার্স।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ফেডারেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) তার আইনজীবী সংবাদমাধ্যমগুলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের গণতন্ত্রের ওপর হামলার অভিযোগে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সময় কয়েক মাসের গৃহবন্দি অবস্থার পর এবার তাকে গ্রেফতার করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে বলসোনারোর আইনজীবী তাকে গ্রেফতার করার নির্দিষ্ট কারণ জানাননি। বিষয়টি সম্পর্কে জানে এমন একজন জানিয়েছেন, এটি মূলত তার গৃহবন্দি থাকার শর্তাবলির সঙ্গে সম্পর্কিত একটি প্রতিরোধমূলক ব্যবস্থা।

ডানপন্থি এই সাবেক নেতা চলতি বছরের সেপ্টেম্বর মাসে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড পান। অভিযোগ ছিল— তিনি ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যাওয়ার পর ক্ষমতায় থাকার জন্য গণ-অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন।

২০২৩ সালে লুলার ক্ষমতা গ্রহণ ঠেকাতে বলসোনারোকে এই ষড়যন্ত্রের নেতা ও প্রধান সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হয়।

গত ১০০ দিনেরও বেশি সময় ধরে বলসোনারো কঠোর গৃহবন্দি অবস্থায় ছিলেন। পৃথক মামলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সতর্কতামূলক নিয়ম ভঙ্গের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

বলসোনারোর ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামলাটিকে “উইচ হান্ট” (জাদুবিদ্যার অভিযোগে নিপীড়ন) বলে আখ্যায়িত করেছেন। তিনি মামলার তত্ত্বাবধায়ক বিচারপতি মোরায়েসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, এবং যুক্তরাষ্ট্রে আসা কিছু ব্রাজিলীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছিলেন। অবশ্য এই মাস থেকে ওই শুল্ক কমাতে শুরু করেছেন তিনি।

গৃহবন্দি অবস্থায় বলসোনারোর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। তবে রাজনৈতিক মিত্ররা তাকে নিয়মিত দেখতে যেতেন। তার আইনজীবীরা আশা করছেন, স্বাস্থ্যগত সমস্যার যুক্তি দেখিয়ে তাকে আবারও বাসায় গৃহবন্দি থাকার অনুমতি দিতে আদালতে আবেদন করবেন।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন