উজিরপুরে তাফসীরুল কুরআন মাহফিল

বরিশালের উজিরপুর উপজেলার মাদার্শী ঐতিহ্যবাহী ফোরকানীয়া মাদ্রাসা এন্তেজামীয়া কমিটির উদ্যােগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি শুক্রবার বাদ আছর মাদ্রাসা মাঠে এ তাফসীরুল কুরান মাহফিল অনুষ্ঠিত হয়।
শিকারপুর সরকারি শেরেবাংলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আনিচুর রহমানের সভাপতিত্বে ও উজিরপুর প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সোহাগ হাওলাদারের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ড.এম আকবর আলী।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ ডিআইজি খান সাঈদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় ও মাহফিল পরিচালনার প্রধান উপদেষ্টা ছিলেন গণ অধিকার পরিষদের জাতীয় কার্যনির্বাহ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এসোসিয়েশন অব বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক আলহাজ এইচ.এম আব্বাস আলী (আব্বাসী)।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে কোরান ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করেন খতিব ও পরিচালক মারকাজুল সুন্নাহ্ মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, কেরানীগঞ্জ ঢাকা মাওলানা মুফতি মাহমুদুল হাসান, বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন ইমাম ও খতিব মোহাম্মদপুর জামে মসজিদ, ঢাকা মাওলানা মুফতি কাওছার আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৮নম্বর শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম সত্তার মল্লিক, উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম খোকন ডাকুয়া, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম রাড়ী প্রমুখ।
বক্তারা কোরান ও হাদিসের আলোকে বিভিন্ন নির্দেশনা মূলক আলোচনা করেন এবং সকলকে ইসলামের সুশীতল ছাড়া তলে থেকে জীবন গঠনের জন্য আহ্বান জানান। এসময় প্রধান বক্তা কুরআন ও হাদিসের আলোকে দীর্ঘক্ষণ ওয়াজ নসিহত করেন।
এইচকেআর