বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২১ হাজার ৫শ টাকা জরিমানা


বরিশালের বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান'র ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলার অনুকূলে ২১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
শনিবার দিনব্যাপি অভিযান চালিয়ে উপজেলার বাবুগঞ্জ বাজারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাবার হোটেল খোলা রেখে খাবার পরিবেশন করার অভিযোগে মোবাইল কোর্টে ২ জন হোটেল মালিককে ১০ হাজার করে ২০হাজার টাকা ও পাঁচরাস্তা নামক স্থানে এক দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া রহমতপুরে স্বাস্থ্য বিধি না মানায় ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি জানিয়েছেন করোনা সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এমবি
