ঢাকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বানারীপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার    

বানারীপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার    
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়ায় গোয়াইলবাড়ি গ্রামে তানিয়া (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ জুলাই শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে তানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তানিয়া সলিয়াবাকপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামের জামাল হোসেনের স্ত্রী।  

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ বলেন শারীরিক অসুস্থতা থাকায় উন্নত চিকিৎসা করাতে না পেরে হতাশা থেকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। 

এদিকে তানিয়ার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তার লাশের ময়না তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন