বাবুগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে ৫৩ হাজার ৮শত টাকা জরিমানা


লকডাউনে শুরু থেকে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোর লকডাউন বাস্তবায়নে দিন ব্যাপি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা ও মাস্ক বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম।
কঠোর লকডাউনের ৪র্থ দিনে রোববার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলাম'র ভ্রাম্যমান আদালতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ও স্বাস্থ্য বিধি না মানায় ৭ টি মামলার বিপরিতে ত্রিশ হাজর ৩শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদের মধ্যে ৫টি মামলা হয়েছে এম্বুলেন্সে যাত্রী পরিবহনের দায়ে ও দুটি অপ্রয়োজনে রাস্তায় বের হওয়ার দায়ে।
এদিকে একই দিনে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান'র ভ্রাম্যমান আদালতে উপজেলার বিভন্ন এলাকায় সরকারি আদেশ অমান্য করায় ৭টি মামলার বিপরিতে ২৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এদের মধ্যে রামপট্রি এলাকায় হোটেলে খাবার পরিবেশন করায়, রাকুদিয়ায় সেলুন খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ ঠেকাতে এরকম ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রাখা হবে
এমবি
