সঙ্গীত শিল্পী সহিদুজ্জামান মামুনের বোনের মৃত্যুতে শোক


সঙ্গীত শিল্পী সহিদুজ্জামান মামুন এর বড় বোন সোহেলী আক্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি সন্তান-সন্তুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় বাউল সংগঠনের সভাপতি ও সুফিইজম গবেষক বেতার এবং টিভি শিল্পী মুন্সি মো. আবুল নওশের ফারুকি, দৈনিক মতবাদ এর সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সদস্য এস.এম জাকির হোসেন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমবি
