ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সঙ্গীত শিল্পী সহিদুজ্জামান মামুনের বোনের মৃত্যুতে শোক

সঙ্গীত শিল্পী সহিদুজ্জামান মামুনের বোনের মৃত্যুতে শোক
ছবি : প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সঙ্গীত শিল্পী সহিদুজ্জামান মামুন এর বড় বোন সোহেলী আক্তার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি সন্তান-সন্তুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় বাউল সংগঠনের সভাপতি ও সুফিইজম গবেষক বেতার এবং টিভি শিল্পী মুন্সি মো. আবুল নওশের ফারুকি, দৈনিক মতবাদ এর সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সদস্য এস.এম জাকির হোসেন।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন