ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news

লকডাউনের অষ্টম দিনে বরিশালে আটক ৯, ৯৪ হাজার টাকা জরিমানা

লকডাউনের অষ্টম দিনে বরিশালে আটক ৯, ৯৪ হাজার টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনা সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের বৃহস্পতিবার ৮ম দিনে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করায় ৯ জনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি একই অপরাধে নগরীসহ জেলার ১০টি উপজেলায় ৮৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ৯৪ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের ছয়টি মোবাইল কোর্ট শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তারা স্বাস্থ্যবিধি এবং লকডাউন অমান্য করায় ৮৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তোগীর এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড এবং চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করায় ৯ জনকে আটকের জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি ৬ জনের কাছ থেকে দুই হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি’র নেতৃত্বে নগরীর পোর্ট রোড, বান্দ রোড, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় এক ব্যক্তি ও ১০টি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেন এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা’র নেতৃত্বে নগরীর সদর রোড, ফকিরবাড়ি রোড, আমতলার মোড়, বাংলা বাজার এবং রূপাতলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে মুক্তিযোদ্ধা পার্ক, বান্দ রোড, ধানগবেষণা এবং রূপাতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শত টাকা জরিমানা করেন।

পরিচালিত অভিযানগুলোতে সহায়তা করেন বিজিবি, বিএমপি এবং রোভার স্কাউটের সদস্যরা।

এছাড়া বরিশাল জেলার ১০টি উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারগণ। এসময় তারা ৩৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘ভ্রাম্যমান আদালতের নির্দেশে যাদেরকে আটক করা হয়েছে তাদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন