ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Motobad news
২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত ৪১৪, মৃত্যু ১১

দখিনে ২০ হাজার ছাড়ালো করোনা আক্রান্ত

দখিনে ২০ হাজার ছাড়ালো করোনা আক্রান্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এবং মৃতর সংখ্যা কমেছে। এসময়ে বিভাগের ছয় জেলায় ৪১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘন্টার এর সংখ্যা ছিল ৬২২ জন। একই সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে একজনের। আগের ২৪ ঘন্টায় মৃত্যু হয় ৫ জনের। তবে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় বিভাগে মৃত্যু হয়েছে ১২ জনের। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা সবাই বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।


সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৫২৮ জনে এবং মৃত্যু হয়েছে ৩৩২ জনের। এছাড়া আক্রান্তদের মধ্যে থেকে সুস্থতা লাভ করেছেন ১৫ হাজার ৫৫৫ জন। তাছাড়া শেবামেক এর আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৫১ দশমিক ৮৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, ‘সবশেষ মৃত্যু হওয়া ব্যক্তি বরগুনা জেলার বাসিন্দা। এ নিয়ে ওই জেলায় ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৩১ জনের। একই সময় এ জেলায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬২ জন। যা নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৭০৯ জনে।


এছাড়া বরিশাল জেলায় নতুন করে ১২৫ জন সহ সর্বোচ্চ আট হাজার ৮২৮ জন, পটুয়াখালী জেলায় নতুন ২৯ জন নিয়ে মোট দুই হাজার ৭১৮ জন, ভোলায় নতুন ৩৪ জনসহ মোট দুই হাজার ১৮১ জন, পিরোজপুরে নতুন ৬১ জনসহ মোট দুই হাজার ৭৬৫ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৯৩ জন সহ মোড় দুই হাজার ৩৬৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।


অপরদিকে, শেবাচিম হাসপাতালের তথ্য সংরক্ষক মো. আবু জাকারিয়া খান জানিয়েছেন, ‘গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শেবাচিমে এখন পর্যন্ত ২১৮ জন করোনা আক্রান্ত এবং ৫৭৮ জনের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৪৬ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।


তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ৩৩ জন ও করোনা আক্রান্ত ১২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ইউনিটে বর্তমানে ২১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৫৭ জনের করোনা পজিটিভ এবং ১৬০ জন আইসোলেশনে রয়েছেন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন